কাদেরকে বাসা থেকে বের হতে প্রধানমন্ত্রীর বারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৪:৪৯| আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৪:৫২
অ- অ+

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী চলমান কার্যক্রমে সমন্বয় করতে নোয়াখালী জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এখানে আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের থাকতে পারতো। কিন্তু আমি তাকে বাসা থেকে বের হতে নিষেধ করেছি। কোথাও না যেতে।

ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস ও সিভিল সার্জন মুমিনুর রহমান কথা বলেন।

তন্ময় দাস জানান, নোয়াখালী জেলা থেকে ২১ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জনের রেজাল্ট পেয়েছি, তা নেগেটিভ এসেছে। পরে প্রধানমন্ত্রী বলেন, যাদের নেগেটিভ এসেছে আগামী এক সপ্তাহ পরে যেন আবারও পরীক্ষা করা হয়।

ঢাকাটাইমস/৭এপ্রিল/টিএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
বিএনপির অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেয়া হলো সেই এহসান মাহমুদকে
অস্তিত্ব দিয়ে আগামীর বাংলাদেশে জুলাইকে ধারণ করব : মঞ্জু
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা