অন্য জেলার সঙ্গে ফরিদপুরের যোগাযোগ বন্ধ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ২০:১১| আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:১৫
অ- অ+

করোনা সংক্রমণ ঠেকাতে অন্য জেলার সঙ্গে ফরিদপুরের সকল ধরনের পরিবহন যোগাযোগ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন কর্তৃক জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রশাসনের অনুমতি ব্যতিরেকে কোনো প্রকার যানবাহন জেলা হতে বাইরে যাবে না এবং বাইরে থেকে জেলায় প্রবেশ করবে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া সব দোকানপাট, সাপ্তাহিক হাট, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।

এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/০৭এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা