খাদ্য সহায়তায় ময়মনসিংহ জেলা প্রশাসনের হটলাইন চালু

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১৭:১৯

দরিদ্রদের খাদ্য সহায়তা পৌঁছে দিতে হটলাইন চালু করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। বুধবার সকালে জেলা প্রশাসক মিজানুর রহমানের ফেসবুক আইডির টাইমলাইনে প্রকাশ করা এ হটলাইন নম্বরটি ০১৪০৪৪০৯২০৬।

টাইমলাইনে উল্লেখ আছে, এ নম্বরে কল করে নাম ও ঠিকানা দিলেই তথ্য গোপন রেখে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যারা লোকলজ্জার ভয়ে খাদ্য সহায়তা নিতে পারছেন না। করোনা পরিস্থিতিতে তাদের জন্যই এ হটলানটি চালু করা হয়েছে।

এদিকে দরিদ্রদের পাশে দাঁড়ানো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিদের মানবিক সহায়তা কর্মসূচিকে সুশৃঙ্খল ও সমন্বয় করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় সরকারি নির্দেশনা রয়েছে। উক্ত নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে রেজিস্ট্রেশন ফরম অথবা জেলা প্রশাসকের ওয়েবসাইটে নিবন্ধন ফরম পূরণ করে অনুমতি সাপেক্ষে এসব সহায়তা কার্যক্রম পরিচালনা করা যাবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ঢাকাটাইমস/০৮এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :