ভোলায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ১৪:২৮

ভোলার লালমোহন উপজেলায় আবুল কালাম (৫৫) নামে এক ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের উত্তর গজারিয়া আবাসন এলাকার বাসিন্দা ছিলেন। শুক্রবার তার মারা যাওয়ার খবরে রাত ১১টার দিকে ওই এলাকার কাশ্মীর গ্রাম, উত্তর গজারিয়া আবাসন এলাকা ও ফরাজগঞ্জ ইউনিয়নের দুইটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

জানা যায়, কালাম সরদার গত পাঁচ দিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে শুক্রবার দুপুরে তাকে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। ওই ব্যক্তির পুত্রবধূ ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখান থেকে গত ৭-৮ দিন আগে তিনি বাড়িতে আসেন। তারপর থেকে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসীন বলেন, ওই ব্যক্তি শুক্রবার দুপুরে জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। আমরা তার অবস্থা দেখে করোনা সন্দেহে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করি। পরে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে আমরা তার নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠিয়েছি। রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, আমরা রাত সাড়ে ১১টার দিকে মাইকিং করে পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের কাসমির গ্রাম এবং ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রীর বাড়ি ফরাজগঞ্জ ইউনিয়নের উত্তর গজারিয়া আবাসন প্রকল্পের সব কয়টি ঘর লকডাউন করে দিয়েছি। এছাড়াও আমরা ঢাকা থেকে আসা তার পুত্রবধূকে খুঁজছি।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :