বৌদ্ধ ধর্মীয় গুরু জোত মহাথেরো আর নেই

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৭:৩৪ | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ১৭:০১

বান্দরবানে বৌদ্ধ ধর্মীয় গুরু এবং স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা উ পঞঞা জোত মহাথেরো আর নেই। সোমবার দুপুর একটায় চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে মারা যান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অসুস্থ অবস্থায় এই বৌদ্ধ ভিক্ষুকে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ম্যাক্স হসপিটালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা অবনতি ঘটলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। সেখানে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে সোমবার দুপুরে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

তার বিহার পরিচালনা কমিটি জানান, ১৯৮১ সালে এই বৌদ্ধ ভিক্ষু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন। পরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিনিয়র ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এরপর সরকারি চাকরি ছেড়ে ১৯৯৫ সালে গৃহজীবন ত্যাগ করে প্রবজ্যাগ্রহণের মাধ্যমে ভিক্ষুজীবন ধারণ করেন।

উ পঞঞা জোত মহাথেরোর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় এবং সামাজিক ও ধর্মীয় সংগঠন শোক জানিয়েছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :