কাঙ্গালিনী সুফিয়ার পাশে সাহায্যের হাত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ১৪:৫০
অ- অ+

‘আমাকে বাঁচান ভাই’ কাঙ্গালিনী সুফিয়ার এই আর্তনাদ বিভিন্ন অনলাইন সূত্রে জানতে পেরে কুষ্টিয়ায় তার বাড়িতে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, মিডিয়া হাউজ এবং সাংবাদিকরা।

মঙ্গলবার সকালে কাঙ্গালিনী সুফিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, সাহায্য নিয়ে যাওয়া মানুষের ভিড়। একে একে তারা কাঙ্গালিনী সুফিয়াকে খাদ্য সাহায্যের পাশাপাশি আর্থিক সহায়তা করছেন।

মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়া এরশাদনগরের বাড়িতে গিয়ে ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি আটা, ৫ কেজি আলু, ২ লিটার তেল, ২টা সাবান ও নগদ ১ হাজার টাকা কাঙ্গালিনী সুফিয়ার হাতে তুলে দেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন আহম্মেদ।

এর পরেই একটি মিডিয়া হাউজের পক্ষ থেকে তার কাছে ত্রাণ তুলে দেওয়ায় হয়।

এছাড়া কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাংবাদিক কাঞ্চন কুমার, এসএম জামাল, জাহিদ হাসান, শাহারিয়ার ইমনসহ জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংঠনের নেতারা সাহায্য করছেন।

উল্লেখ্য, ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’ এমন অনেক প্রিয় গানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একদিনে ৩ দেশের ওপর বিমান হামলা ইসরায়েলের
খুলনায় তাসলিমার পাশে দাড়াঁল ‘স্বপ্ন’
ট্রাম্পের বাণিজ্য চুক্তি ও শুল্ক স্থগিত ঘোষণায় বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা