উড়ালসেতু থেকে পড়ে মোটরসাইকেল চালক নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০, ১৫:২৮| আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৬:১৬
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়ালসেতু থেকে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. হৃদয় (২৫)। তিনি টঙ্গীর মাছিমপুর এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে টঙ্গী স্টেশন রোডে আসছিলেন হৃদয়। তবে অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উড়াল সেতু থেকে নিচে পড়ে যান তিনি। এলাকাবাসী টহল পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে স্টেশন রোড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালসেতু থেকে নিচে পড়ে যান হৃদয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না
আমরা ভাবছি তিন দায়িত্ব পালন করতে না পারলে ফিরে যাব: উপদেষ্টা রিজওয়ানা
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু 
যাত্রাবাড়ীতে ৫৬ কেজি গাঁজাসহ ২ জন, আগারগাঁওয়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা