করোনা সংক্রমণ ঠেকাতে ছাতা ব্যবহারের পরামর্শ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে একে অপরের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘর থেকে বের হলে প্রত্যেকব ছাতা ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। ৎ
করোনার সংক্রমণ ঠেকাতে অভিনব এই পরামর্শ দেয়া হয়েছে ভারতে ওড়িশাতে। এর আগে এই একই মডেল ব্যবহার করে সফলতা পেয়েছে কেরালা রাজ্য। সেখানে করোনার সংক্রমণ ঠেকিয়ে দেয়া সম্ভব হয়েছে।
করোনার সংক্রমণ রুখতে বারবারই বিশেষজ্ঞরা সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন। কিন্তু প্রয়োজনীয় দ্রব্য কিনতে যারা রাস্তায় বের হচ্ছেন বা বাজারে যাচ্ছেন, দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে সেখানে বজায় থাকছে না সেই নির্দিষ্ট দূরত্ব। গা ঘেঁষাঘেঁষি করে কেনাকাটা করতে হওয়ায় ওই মারণ রোগ আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি ক্রমেই বাড়ছে। এবার এই ঝুঁকি এড়াতে এবং একে অপরের মধ্যে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখতে ওড়িশার গঞ্জাম জেলার প্রশাসনিক স্তর থেকে দেওয়া হল ছাতা ব্যবহারের পরামর্শ।
ওই জেলার কালেক্টর বিজয় অমৃত কুলাঙ্গি সকলকে রাস্তায় বের হলে ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তার মতে এর ফলে স্বাভাবিকভাবেই একে-অপরের থেকে দূরত্ব বজায় থাকবে।
তিনি টুইটারে একটি কার্টুনের ছবি শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে যে কীভাবে একটি ছাতা থাকায় দু'জনের মধ্যে প্রায় ১.৫ মিটার দূরত্ব বজায় থাকবে। এর ফলে করোনা ভাইরাসের সংক্রমণ আটকানো যাবে অনেকটাই, মনে করছে ওড়িশা সরকার।
এর আগে, কেরালার আলাপুঝা জেলায় পঞ্চায়েতের তরফ থেকে ঠিক একই রকম নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশে নির্দেশিকা জারি করে বলা হয় যে, এই পরিস্থিতি রাস্তায় বা বাইরে যে কোনও জায়গায় যাওয়ার সময় ছাতা ব্যবহার করা বাধ্যতামূলক। কেননা এর ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মটি খুব সহজেই কার্যকর করা যায়।
(ঢাকাটাইমস/১মে/এজেড)

মন্তব্য করুন