চাল কেলেঙ্কারির অভিযোগ, পেকুয়ার ইউএনও প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ মে ২০২০, ১৩:২৭ | প্রকাশিত : ০১ মে ২০২০, ১২:৫৭

চাল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠা কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নাজমা সিদ্দিকা আকতারকে। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও।

বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে আগামী ৩ মের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে আদেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, সাঈকা সাহাদাতের বিরুদ্ধে সম্প্রতি ১৫ টন চাল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠে। আলোচিত এ ঘটনায় টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

(ঢাকাটাইমস/১মে/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :