সুনামগঞ্জে আরও দুই করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০৪ মে ২০২০, ১৬:৪৮

সুনামগঞ্জে আরও দুইজন করেনা রোগী শনাক্ত হয়েছে। তাদের বাড়ি জেলার জগন্নাথপুর উপজেলায়। রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় তাদের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। জেলা সিভিল সার্জন শামস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন দুইজনসহ সুনামগঞ্জে মোট ৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই জন সুস্থ হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে দুই ধাপে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নয়জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তাদের মধ্যে সিলেট জেলার ছয়জন, মৌলভীবাজারের একজন এবং সুনামগঞ্জের দুইজন। নতুন নয়জনসহ এ পর্যন্ত সিলেট বিভাগে ২৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক মঈন উদ্দিন, চুনারুঘাটের চা বাগানের এক শিশুর মৃত্যু হয় এবং মৌলভীবাজারের রাজনগরের এক ব্যক্তির মৃত্যু হয়।

ঢাকাটাইমস/৪মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :