২৫০জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ত্রাণ বিতরণ

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের ছোবলে জনজীবন বিপর্যস্ত। সবাকে ঘরে অবস্থান করতে হচ্ছে। এজন্য সবক্ষেত্রেই আয়ের পথ বন্ধ হয়ে আছে। এসময় ভালো নেই তৃতীয় লিঙ্গের মানুষেরা। তাদের এই দুঃসময়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন ‘জীবন জীবনের জন্য’ ফেসবুক গ্রুপ।
রাজধানীর ২৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে “জীবন জীবনের জন্য” ফেসবুক গ্রুপ। করোনার এই বিপদকালে তৃতীয় লিঙ্গের সুবিধাবঞ্চিত এই মানুষের পাশে দাঁড়িয়েছে ফেসবুক গ্রুপটি।
৩ মে রাজধানীর মিরপুর, বাউনিয়া, উত্তরা, মগবাজার, কুনিপাড়া, হাতিরঝিল ও সদরঘাট এলাকায় তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাবার পৌঁছে দেয় সংগঠনটি।
শুধুমাত্র মানবিকতার তাগিদে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। তারই ধারাবাহিকতায় রাজধানীজুড়ে ২৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে এই ‘জীবন জীবনের জন্য’ ফেসবুক গ্রুপ।
ত্রাণ পেয়ে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সরলা বলেন, ‘আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ঘরের বাইরে যেতে পারছি না। আয় রোজগার না থাকায় কখনো কখনো না খেয়েই দিন পার করতে হচ্ছে। সমাজের বিত্তবান মানুষেরা যদি আমাদের প্রতি সদয় হন তাহলে আমাদের আর না খেয়ে মরতে হবে না।
তৃতীয় লিঙ্গের আরেক প্রতিনিধি কারিনা বলেন, ‘অনেক মানুষ ত্রাণ পেলেও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলিত থেকে যায়। করোনার এই সংকটে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন যদি আমাদের সেবায় এগিয়ে আসে তাহলে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারবো।’
ফেসবুক গ্রুপের অন্যতম সদস্য নীল মিত্র বলেন, ‘আমাদের গ্রুপের প্রধান উপদেষ্টা ও প্রধান সমন্বয়ক সাংবাদিক বিপ্রজিৎ চন্দ্র দাদার সহযোগিতায় ২৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে সহযোগিতা করেছি।
আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলেও জানান “জীবন জীবনের জন্য” ফেসবুক গ্রুপের অন্যতম সদস্য নীল মিত্র।
নীল মিত্র আরও জানান, ত্রাণের সামগ্রীর মধ্যে আছে চাল, ডাল, তেল পেঁয়াজ ও আলু। নিত্যপ্রয়োজনীয় এসব সামগ্রী কিছুটা হলেও তৃতীয় লিঙ্গের এসব মানুষের চাহিদা মেটাবে। এখন সবচেয়ে বড় সঙ্কট দেখা দিচ্ছে খাবারের। তাই খাদ্য সামগ্রী নিয়ে সাধ্যমত চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে।
ঢাকাটাইমস/৪মে/এসকেএস

মন্তব্য করুন