সাকিব-মাশরাফিদের স্বাক্ষরিত ব্যাট তিন লাখ টাকায় বিক্রি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২০, ২৩:৫৮
অ- অ+

সাকিব-মাশরাফি সহ বাংলাদেশের প্রায় ১৫ জন ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট সোমবার নিলামে ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে। ব্যাটটি কিনেছে বাংলাদেশের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কার্নিভাল ইন্টারনেট। এর আগে বাংলাদেশের সাবেক ফুটবলার মোনেম মুন্নার জার্সি নিলামে ৩ লাখ টাকা দিয়ে কিনেছিল এই প্রতিষ্ঠানটি।

যে ব্যাটটি সোমবার বিক্রি হয়েছে সেটির মূল মালিক অস্ট্রেলিয়া প্রবাসী একজন বাংলাদেশি। তার নাম মাসুদ। তিনি এরকম বিভিন্ন স্মারক সংগ্রহ করে থাকেন। যে ব্যাটটি তিনি নিলামে বিক্রি করেছেন সেই ব্যাটটিও তিনি নিলাম থেকে কিনেছিলেন। করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য এই ব্যাটটি তিনি নিলাম করেছেন।

সোমবার রাতে ‘অকশন ফর অ্যাকশন’ নামক ফেসবুক পেজ থেকে ব্যাটটির নিলাম করা হয়। ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৯৯ হাজার ৯৯৯ টাকা। ব্যাট বিক্রির পুরো টাকায় চলে যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে। সাকিবের ফাউন্ডেশন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করছে। ‘অকশন ফর অ্যাকশন’ এর আগেও এরকম বেশ কয়েকটি নিলাম করেছে।

এর আগে সাকিব আল হাসান তার নিজের প্রিয় একটি ব্যাট নিলামে তুলেছিলেন। সেই ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছিল। ব্যাটটি কিনে নেয় একজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি। সাকিব নিজেও এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে তিনি সেবামূলক কাজে অংশ নিচ্ছেন।

(ঢাকাটাইমস/১১ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশ রক্ষায় ঐক্যের আহবান কফিলউদ্দিন আহমেদের 
সরকার গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করেনি: প্রেস উইং
তারেক রহমানের স্বপ্ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য: আমিনুল হক 
বিমানবন্দর রেলস্টেশনে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ দোকান উচ্ছেদ, সন্দেহভাজন আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা