ঢাকা-নারায়ণগঞ্জ ফেরতদের মাধ্যমে করোনা ছড়ানোর শঙ্কা, এলাকায় ক্ষোভ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২০, ১৫:৫৬

ফরিদপুরের আলফাডাঙ্গায় এ পর্যন্ত চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। চারজনই ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত। একের পর এক ঢাকা-নারায়নগঞ্জ ফেরতদের করোনা শনাক্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সংক্রমণের আশঙ্কায় চরম দুঃশ্চিন্তায় আছেন তারা। ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তিরা আলফাডাঙ্গাতে আসার পর হাট-বাজার ও আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় দেদারসে ঘুরে বেরিয়েছেন বলে জানান স্থানীয়রা।

তারা বলছেন, ‘ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে যারা এসেছেন তাদের যে কোনভাবে ঘরে রাখতে হবে। এর বিকল্প নেই। নইলে আলফাডাঙ্গাতে অচিরেই ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।’

এদিকে সোশাল মিডিয়াতে আলফাডাঙ্গার বিভিন্ন পেজ, গ্রুপ ও আইডিতে অনেকেই অভিযোগ করেছেন- ‘পুরোপুরি লকডাউন করলে উপজেলায় কোনো করোনা রোগী পাওয়া যেত না। ঢাকা-নারায়ণগঞ্জ থেকে আসা মানুষগুলোকে ঢুকতে দেওয়ায় ভাইরাস ছড়িয়েছে উপজেলায়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলায় এ পর্যন্ত চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ব্যক্তি ঢাকা ফেরত। তাদের মধ্যে একজন ঢাকার একটি শপিং কমপ্লেক্সের সিকিউরিটি গার্ডের চাকরি করেন। অন্যজন ঢাকার মিরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া উপজেলায় করোনায় আক্রান্ত তৃতীয় ও চতুর্থ ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত। তাদের মধ্যে একজন নারায়ণগঞ্জে একটি জাহাজের শ্রমিক হিসাবে কাজ করেন। অন্যজন কাঁচপুরে একটি পোশাক কারখানায় কাজ করেন।

এদিকে, গত কয়েক সপ্তাহ আগে এ উপজেলার বেশ কয়েকটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হলেও এখন তা শিথিল করা হয়েছে। এরপর থেকে থেমে নেই আক্রান্ত জেলাগুলো থেকে আলফাডাঙ্গা উপজেলায় মানুষের প্রবেশ।

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘আলফাডাঙ্গাকে করোনামুক্ত রাখতে হলে ঢাকা- নারায়নগঞ্জ থেকে মানুষের আসা বন্ধ করতে হবে। আর যারা এরই মধ্যে এসেছে তাদের চিহ্নিত করে আমাদের জানাতে হবে। যাতে আমরা এসব মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পারি এবং তাদের হোম কোয়ারান্টাইনে থাকতে হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, ‘ঢাকা-নারায়নগঞ্জ থেকে বেশ কিছু মানুষ বিভিন্নভাবে এ উপজেলায় চলে এসেছে। ঈদের সময়ও অনেকে আসতে চেষ্টা করবে। আমি জনগণের প্রতি আহ্বান জানাই, কেউ ঢাকা কিংবা নারায়নগঞ্জ থেকে এলে আপনার অনুগ্রহ করে স্থানীয় প্রশাসন, পুলিশ বা জনপ্রতিনিধিদের জানাবেন।’

ঢাকাটাইমস/১৭মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :