পাঁচ লাখের বেশি বকেয়া করদাতাদের তালিকা তৈরির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২০, ১৬:১৮
অ- অ+

প্রতিটি কর অঞ্চলের হালনাগাদ অবিতর্কিত বকেয়া কর দাবির তথ্য থেকে পাঁচ লাখ টাকার বেশি বকেয়া কর দাবি সংবলিত করদাতাদের একটি তালিকা আগামী ৩ জুনের মধ্যে পাঠানোর নির্দেশনা দিয়েছে এনবিআর।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ( ট্যাকসেস লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) নাহার ফেরদৌসি বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে কর কমিশনারদের এ তাগিদ দেয়া হয়।

এই তালিকা তার কাছে পাঠানোর নির্দেশনা দিয়ে বলা হয়, প্রতিটি কর অঞ্চলের হালনাগাদকৃত অবিতর্কিত বকেয়া কর দাবির তথ্য থেকে পাঁচ লাখ টাকার অধিক পরিমাণের বকেয়া কর দাবি সংবলিত করদাতাদের একটি তালিকাসহ জুন মাসের মধ্যে কর অঞ্চলের সম্ভাব্য বকেয়া আদায়ের তথ্য আগামী ৩ জুনের মধ্যে পঠানোর নির্দেশ প্রদান করা হচ্ছে।

নাহার ফেরদৌসি বেগম বলেন, এ বছর জুনের জাতীয় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। আমি মনে করি, এ বছর লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি কর অঞ্চলকে বকেয়া কর থেকে আদায়ের পরিমাণ আরও বৃদ্ধি করতে হবে। বিশেষ করে জুনের মধ্যে অবিতর্কিত বকেয়া কর কীভাবে আদায় করা সম্ভব হয়, তার পরিকল্পনা এখন থেকে গ্রহণ করে কার্যকরী পদক্ষেপ নেয়া প্রয়োজন।

কর কমিশনারদের উদ্দেশ্যে নির্দেশনায় বলা হয়েছে, নিঃসন্দেহে আমরা সবাই এক কঠিন সময় অতিক্রম করছি। বিশ্বজুড়ে একসঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম স্থবির হয়ে পরবে, তা বোধহয় কারও কল্পনাতেও আসেনি। করোনাভাইরাসের কারণে অর্থনীতির চাকা সচল রাখতে বিশ্বের বড় বড় দেশগুলো আজ হিমশিম খাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে অনেক বড় বড় প্রতিষ্ঠান। এরকম এক ক্রান্তিলগ্নে বাংলাদেশের অর্থনীতির ভিতকে সুদৃঢ় রাখতে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। খুঁজে বের করতে হবে কী পদ্ধতিতে সরকারের ন্যায্য রাজস্ব যৌক্তিকভাবে আদায় করে দেশের অর্থনৈতিক স্থীতিশীলতা অটুট রাখা সম্ভব হয়।

(ঢাকাটাইমস/২০মে/জেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা