অসহায়দের পাশে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২০, ০০:০৬
অ- অ+

করোনার সংক্রমণে খেঁটেখাওয়া, দিনমজুর মানুষ সব থেকে বেশি বিপদে পড়েছেন। মধ্যবিত্ত পরিবারের মানুষরাও পড়েছেন দুর্ভোগে। শ্রীমঙ্গলের এমন শতাধিক পরিববারের মাঝে ঈদকে সামনে রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়া।

শ্রীমঙ্গলের মুসলিমবাগ আবাসিক এলাকার বাসিন্দাদের মাঝে ঈদ উপলক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরিফুল হক জিয়ার পক্ষে তার ছেলে আসরাফুল ইসলাম মাসফি এ শুভেচ্ছাসামগ্রী বিতরণ করেন। শুভেচ্ছাসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ আরো বেশ কিছু নিত্যপণ্য।

আরিফুল ইসলাম জিয়া ঢাকাটাইমসকে বলেন, এই দুর্যোগে দেশের কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের আয় বন্ধ। দুর্বিষহ জীবন যাপন করছে। তাই আমাদের উচিত যাদের সামর্থ আছে তাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।

তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে আমরা দেশের বিভিন্ন স্থানে দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২১মে/বিইউ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
আমেরিকার নিউ জার্সিতে বিমান দুর্ঘটনা, ১৫ জন আহত
যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো আলোচনা হচ্ছে: আলী রীয়াজ
পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা