মানিকগঞ্জে অসহায়দের পাশে এমপি দুর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২০, ২০:০৮| আপডেট : ২২ মে ২০২০, ২০:১৪
অ- অ+

করোনাভাইরাসের কারণে অধিকাংশ মানুষই এখন কর্মহীন ও গৃহবন্দি হয়ে পড়েছেন। এরই প্রেক্ষিতে কর্মহীন দুস্থ পরিবারে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা দিয়েছে জেলা ছাত্রলীগ। শুক্রবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কালতা অভয়াচরন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সহায়তা দেন। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং মানিকগঞ্জের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় ও মমতাজ বেগমের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন হয়।

দুঃস্থ পরিবারের মাঝে দুইটি ভ্যান, চারটি ছাগল এবং ৫০টি পরিবারের মাঝে ২০টি হাঁস ও খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগ নেতা তাপস সাহা।

তাপস সাহা জানান, এই সময়ে সবাই খারাপ সময় পার করছেন। তাই আমরা অসহায় পরিবারের চাহিদা অনুযায়ী ছয়টি পরিবারকে দুইটি নতুন ভ্যান, চারটি ছাগল ও ২০টি হাঁস দিয়েছি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য। এসবই সম্ভব হয়েছে মানিকগঞ্জের মানিক নাঈমুর রহমান দুর্জয় ভাই ও মমতাজ বেগম আপার সার্বিক সহযোগিতায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাকিব, দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পাপ্পু ঘোষ, নালী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২২মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড পোর্টফোলিও ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা