ইতালিতে কমতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো
  প্রকাশিত : ২৫ মে ২০২০, ২৩:১৫
অ- অ+

ইতালিতে কমতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। সোমবার নতুন আক্রান্ত ৩০০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৩০ হাজার ১৫৮ জন। এ দিন মারা গেছে ৯২ জন।

দেশটিতে করোনাভাইরাসে মোট প্রাণ হারিয়েছে ৩২ হাজার ৮৭৭ জন এবং গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৫৪১ জন। দেশটিতে এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৫ হাজার ৩০০ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৫০২ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লক্ষ ৪১ হাজার ৯৮১ জন। নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য জানিয়েছেন।

জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। দেশটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউন শিথিল করা হচ্ছে পর্যায়ক্রমে। ইতোমধ্যে দোকানপাট এবং রেস্তোরাঁ খুলে দেয়া হয়েছে। দীর্ঘ তিন মাস পরে মনে হচ্ছে ইতালি কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছে। আগামী ৩ জুন থেকে দেশটিতে লকডাউন শিথিলের অংশ হিসেবে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে পারবে ইতালির জনগণ।

(ঢাকাটাইমস/২৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জলবায়ু উদ্বাস্তু ৮ হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদে
সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা