জয়পুরহাটের কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৪:০৭
অ- অ+

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিতে ডুবে গেছে জয়পুরহাটের অধিকাংশ জমির বোরো ধান। সেইসঙ্গে শিলাবৃষ্টির আঘাতে জমিতেই ঝরে গেছে অনেক ধান। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে দুই থেকে তিন দিনের মধ্যে পানি নেমে গেলে ধানের ক্ষতি হবে না, এমন দাবি কৃষি বিভাগের।

জেলা কৃষি বিভাগ জানায়, এ বছর জেলার ৬৯৪২৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় এবার প্রতি হেক্টরে গড়ে ৬ মেট্রিক টনেরও বেশি ধান উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ। তবে গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে অধিকাংশ জমির ধানই ডুবে গেছে পানিতে। পানিতে নেমে অনেকেই ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। মেঘলা আকাশের কারণে কৃষকরা শুকোতেও পারছেন না এসব ধান। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

জেলার কালাই উপজেলার বাদাউচ্চ গ্রামের কৃষক আব্দুল মালেক বলেন, ‘পানিতে ডুবে থাকলে ধানের ক্ষতি হবে। তাই এ অবস্থায় পানিতে তলিয়ে যাওয়া ধানই কেটে ঘরে তোলার চেষ্টা করছি।’

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মেফতাহুল বারী বলেন, ‘আবহাওয়া অনূকুলে থাকলে পানি আর বাড়বে না। আশা করছি, পানি তারাতারি শুকিয়ে যাবে। ধানের বেশি ক্ষতি হবে না।’

ঢাকাটাইমস/৩জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা