ভাড়া বাড়ানোর রিটের পরবর্তী শুনানি বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৬:৩২
অ- অ+

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরবর্তী শুনানি আগামীকাল বৃহস্পতিবার।

বুধবার বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ের করা জুলেশনের কপি রাষ্ট্রপক্ষকে দিতে বলেছে হাইকোর্ট।

বিষয়টি ঢাকা টাইমসকে জানান রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব। তিনি বলেন, আদালত বলেছে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারির পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে রেজুলেশন করেছে সেটি কোর্টে জমা দিতে হবে। আগামীকাল বৃহস্পতিবার এ রিটের পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেছে আদালত।

১ জুন সোমবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব। রিটে করোনার এই ক্রান্তিকালে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করা হয়েছে। বলা হয়েছে, গণপরিবহনে দেশের সাধারণ মানুষেরা যাতায়াত করে। যাদের প্রাইভেট গাড়ি নেই। দেশের এই পরিস্থিতিতে কোন যুক্তিতে ৬০ শতাংশ বাড়ানো হলো সেটি চ্যালেঞ্জ করা হয় রিটে।

(ঢাকাটাইমস/০৩জুন/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা