ইতালিতে একদিনে প্রাণহানি ৭১

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ২৩:২৫
অ- অ+

করোনাভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালি। দেশটিতে দিনে দিনে কমছে প্রাণহানির সংখ্যা। বুধবার ইতালিতে প্রাণ হারিয়েছে ৭১ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট প্রাণ হারিয়েছে ৩৩ হাজার ৬০১ জন। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছে ৩২১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৩৩ হাজার ৮৩৬জন। আইসিইউতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩৫৩ জন।

দেশটিতে এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৯ হাজার ২৯৭ জন। বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪৬ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৬০ হাজার ৯৩৮ জন বলে জানিয়েছে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।দিনে দিনে আক্রান্ত এবং মৃত্যের সংখ্যা কমতে থাকায় করোনা থেকে খুব শিগগির মুক্তির আশা দেখছে ইতালির ছয় কোটি জনগণ।

এদিকে দেশটিতে বুধবার ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়। ফলে বিভিন্ন দেশের পর্যটকেরা ইতালিতে আসতে পারবেন এবং ইতালির এক অঞ্চলের জনগণ অন্য অঞ্চলে যেতে পারবেন। এ সময় ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পরিস্থিতি নজরে রাখছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। করোনা বিপর্যয় কাটিয়ে ক্রমে সেই আগের কর্ম চাঞ্চল্যে ফিরে যেতে শুরু করেছে ইতালি।

(ঢাকাটাইমস/৩জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা