আশুলিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিলল পুকুরে

নিজস্ব প্রতিবেদক, সাভার
 | প্রকাশিত : ০৭ জুন ২০২০, ১৪:৩৩

সাভারের আশুলিয়ায় নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুর থেকে নাবিল আহমেদ নামে এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাঁতার না জানায় দুর্ঘটনাবশত পুকুরে ডুবেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার ও পুলিশ।

রবিবার সকালে আশুলিয়ার গুমাইল এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত নাবিল আহমেদ (১৬) আশুলিয়ার গুমাইল স্কুলের এসএসসি পরিক্ষার্থী। সে গুমাইল এলাকার খোরশেদ আলমের ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে।

নিহতের বাবা শহিদুল ইসলাম জানান, গতকাল শনিবার সকাল ৭টার দিকে এক বন্ধুর সাথে প্রাইভেটে যাওয়ার কথা বলে বেরিয়ে যায় নাবিল। এরপর সন্ধ্যা হয়ে গেলেও তার কোন খোঁজ মেলেনি। পরে আজ সকালে তাদের ভাড়া বাসার নিকটবর্তী একটি পুকুরে তার ছেলের ভাসমান লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

শহিদুল ইসলাম আরও জানান, সাঁতার না জানার কারণে দুর্ঘটনাবশত পুকুরের পানিতে ডুবেই তার ছেলের মৃত্যু হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা জানান, স্থানীয়দের খবরে গুমাইল এলাকার একটি নির্জন পুকুর থেকে ভাসমান অবস্থায় নাবিল নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় ও পরিবারের দেয়া তথ্যে প্রাথমিক তদন্তে পানিতে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/৭জুন/আইআই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

উপজেলা নির্বাচন: তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নগর পরিকল্পনায় নারী পরিকল্পনাবিদদের এগিয়ে আসতে হবে: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

উন্নয়নশীল দেশগুলোকে সংগ্রাম করতে হচ্ছে: স্পিকার

‘ভোগ্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না’

গাজায় যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সুন্দরবনের আগুন আপাতত নিয়ন্ত্রণে, তবে ফের জ্বলে উঠতে পারে

আগামী বছরগুলোতেও এমন গরম আসতে পারে, প্রস্তুত থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আরও তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে: নৌ প্রতিমন্ত্রী

আর্থিক সক্ষমতা বিবেচনায় পরিকল্পনা প্রণয়নের আহ্বান ইউজিসির

তাপজনিত ঝুঁকি এড়াতে স্বাস্থ্য নীতিমালা প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :