শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন শিবচর উপজেলা চেয়ারম্যান

শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন মাদারীপুরের শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান (৬৫)। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার ছিলেন।
শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম জানান, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান দীর্ঘদিন থেকেই শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আজ তিনি মারা গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ নুর-ই আলম চৌধুরী লিটন ও সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী।
উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের ভাতিজা মনির হোসেন জানান, তিন দিন আগে তিনি ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে পারেননি। পরে বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার তার অসুস্থতা বাড়লে বহু কষ্টে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
(ঢাকাটাইমস/১০জুন/এলএ)

মন্তব্য করুন