কুমিল্লায় নমুনা সংগ্রহকারী টিমের ওপর ‘হামলার চেষ্টা’

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২০, ১৯:১৮
অ- অ+

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় করোনার নমুনা সংগ্রহকারী টিমের উপর হামলা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার বিপুলাসার ইউনিয়নের জাওরা গ্রামে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরির্দশক (এসআই) জাফর ইকবাল।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিসর্গ মেরাজ চৌধুরী জানান, বিপুলাসার ইউনিয়নের করোনা পজেটিভ এক রোগী আছে ১৪ দিন পর আবারো তার নমুনা পরীক্ষা করার কথা ছিল। অথচ ১‌৮ দিন হয়ে গেলেও তার নমুনা সংগ্রহ করা হয়নি। এদিকে আমাদের নমুনা সংগ্রহকারী একটি টিম উপজেলার লক্ষণপুর থেকে নমুনা সংগ্রহ করে নাথেরপেটুয়ায় নমুনা সংগ্রহ করতে যাওয়ার সময় ওই রোগীরও নমুনা সংগ্রহ করতে বলা হয়। কিন্তু কাঁদার কারণে গাড়ি ওই রোগীর বাড়ি পর্যন্ত যেতে পারেনি। তাই রোগীকে তার গ্রামের পাশেই একটি স্কুল মাঠে মাস্ক, গ্লাভস পরে একা আসতে বলা হয়। তিনি আসার পর তার নমুনা সংগ্রহের সময় স্থানীয় একদল লোক ওই টিমকে ঘিরে ধরে। এসময় তারা বলে- ‘কার পারমিশনে এখানে নমুনা সংগ্রহ করতে এসেছেন?’ ওই টিমে দুজন নারীও ছিলন। স্থানীয় ওই লোকগুলো তাদের সঙ্গে বাজে ব্যবহার করেছে। পরে তাদের রক্ষার চেষ্টা করতে গেলে অন্যেদর তারা মারার জন্য এগিয়ে আসে।

পরে উপজেলা পরিষদ, প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় ওই টিম সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফিরে আসে।

স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় চিকিৎসকরা আতঙ্কিত। এতে গ্রামে গিয়ে নমুনা সংগ্রহকারীরা অনেকে নমুনা নিতে চাইবে না। এ ঘটনার বিচারের দাবি জানান তিনি।

ঢাকাটাইমস/১৯জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’ 
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা