করোনায় পুরোপুরি নষ্ট হতে পারে ফুসফুস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২০, ১৮:৪৪
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে এটা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে এবার ব্রিটেনের একদল গবেষক জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ফুসফুস পুরোপুরি অকেজো হয়ে যেতে পারে। খবর বিবিসির।

তারা বলছেন, করোনাভাইরাসে মারাত্মকভাবে সংক্রমিত হয়েছেন এমন অনেক মানুষের ফুসফুস আর কখনই সঠিকভাবে কাজ নাও করতে পারে।

তারা জানিয়েছেন, বহু করোনা রোগী প্রাণে বাঁচলেও তাদের অনেকের ফুসফুসে পালমোনারি ফাইব্রোসিস নামে পরিচিত স্থায়ী ক্ষত তৈরি হতে পারে। এই ক্ষত সারেনা এবং এতে করে মানুষ শ্বাসকষ্ট, খারাপ কাশি এবং দুর্বলতায় ভুগতে পারে।

চিকিৎসকরা বলেছেন, করোনায় আক্রান্ত হাজার হাজার মানুষকে আবারো হাসপাতালে ডেকে এনে তাদের ফুসফুস পরীক্ষার প্রয়োজন হবে।

ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবা বিভাগ জানিয়েছে দেশের বিভিন্ন জায়গায় সেরে ওঠা করোনা রোগীদের ফুসফুসের চিকিৎসার জন্য বিশেষ কেন্দ্র খোলার প্রক্রিয়া চলছে।

ঢাকা টাইমস/২৩জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা