হাউস অব কমন্সে ব্রিটেনের নতুন ইমিগ্রেশন বিল অনুমোদন

মতিয়ার চৌধুরী, লন্ডন প্রতিনিধি
| আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৭:৩৭ | প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ১৭:৩৪

নতুন ইমিগ্রেশন বিলের অনুমোদন দিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। এই বিলের মাধ্যমে বেক্সিটের মূল উদ্দেশ্য ইইউর সঙ্গে অবাধ যাতায়াত বন্ধের পথে আরো একধাপ এগিয়ে গেল ব্রিটেন।

ক্ষমতাসীন করজারভেটিভ পার্টি এক টুইট বার্তায় জানিয়েছে, ‘আমরা অবাধ যাতায়াত বন্ধের দ্বার প্রান্তে এসেছি’। এই বিলের মাধ্যমে এটি নিশ্চিত হবে যে, যারা ব্রিটেনে আসবেন, তারা দক্ষতার ভিত্তিতে আসবেন। কোন অঞ্চল থেকে আসছে এর উপর নির্ভর করে নয়।

ইউরো নিউজ জানিয়েছে, হাউজ অব কমন্সে এই বিলের পক্ষে ভোট পড়েছে ৩৪২টি আর বিপক্ষে পড়েছে ২৪২ ভোট। বিলটি এখন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

হাউজ অব লর্ডসে সংখ্যাগরিষ্টতা লাভ করলে এটি আইনে পরিণত হবে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এবং ইইউর বাইরের দেশের নাগরিকরা ব্রিটেন বসবাস এবং কাজের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবেন।

ঢাকা টাইমস/০৩জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :