পশ্চিম রেলে একমাসে রাজস্ব আদায়ে রেকর্ড

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ১৭:২৫
অ- অ+

দেশের ইতিহাসে একমাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড ছুঁয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। গেল জুনে ভারত থেকে রেলে পণ্য আমদানিতে এটি সম্ভব হয়েছে। এ মাসে সাড়ে ১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

রবিবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জুন মাসে সর্বোচ্চ ১০৩টি মালবাহী র‌্যাক এসেছে ভারত থেকে। এর ফলেই এত বিপুল অংকের রাজস্ব আদায় হয়েছে। স্বাধীনতার পর একমাসে এই রাজস্ব আদায় রেকর্ড।

রেলওয়ের হিসাবে, ৪২টি ওয়াগন (মালবাহী বগি) নিয়ে যে ট্রেন চলে তাকে একটি র‌্যাক বলা হয়। ২০১৭ সালের একটি মাসে সর্বোচ্চ ৯৩টি র‌্যাক পণ্য নিয়ে এসেছিল ভারত থেকে। এর প্রায় সবটুকুই ছিল পাথর। তবে এবার জুন মাসে ১০৩টি র‌্যাকে পাথরের পাশাপাশি অন্যান্য পণ্যও এসেছে।

পণ্যগুলোর মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, ভুট্টা, সিমেন্ট ইত্যাদি। পশ্চিম রেলের চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, চুয়াডাঙ্গার দর্শনা, যশোরের বেনাপোল এবং দিনাজপুরের বিরল সীমান্তপথে এই ১০৩টি র‌্যাক বাংলাদেশে পণ্য নিয়ে এসেছে। এতে একমাসে রেকর্ড সাড়ে ১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

পশ্চিম রেলের জিএম মিহির কান্তি গুহ বলেন, লকডাউন অবস্থায় সড়কপথে পণ্য আমদানি-রপ্তানি একেবারেই কমে গেছে। যার কারণে রেলপথে পণ্য আমদানি চলছে। এ কারণে এত বেশি সংখ্যক র‌্যাক এসেছে। জুলাইয়ের শুরু থেকেও বেশি বেশি র‌্যাক আসছে। এ মাসেও ভাল রাজস্ব আদায় হবে।

ঢাকাটাইমস/৫জুলাই/আরআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা