অবশেষে রাবিও অনলাইন ক্লাসে যাচ্ছে

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ২০:২৩
অ- অ+

প্রাতিষ্ঠানিকভাবে সকল বিভাগে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে অনলাইন ক্লাস কবে নাগাদ শুরু হতে যাচ্ছে- তা জানানো হয়নি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এবং অনুষদ ও ইনস্টিউটসমূহের অধিকর্তা-পরিচালকবৃন্দের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম জানান, আজ উপাচার্যের সাথে অনুষদ ও ইনস্টিউটসমূহের অধিকর্তা এবং পরিচালকবৃন্দের সভায় অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে কবে নাগাদ অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে- তা এখনো ‍ঠিক করা হয়নি। পরবর্তীতে বিভাগীয় সভাপতিদের সাথে বৈঠকের পর অনলাইনে ক্লাস শুরুর তারিখটি নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়টির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক সংক্ষিপ্ত বক্তৃতায় আগামী ৯ জুলাই থেকে অনলাইন ক্লাস শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন রাবি উপাচার্য।

অনলাইনে ক্লাস পরিচালনায় উদ্ভুত টেকনিক্যাল সমস্যার সমাধানে একটি টেকনিক্যাল কমিটি গঠনের কথাও জানান তিনি।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা