মানসিক শক্তি অধিক গুরুত্বপূর্ণ

নওশাদ জামিল
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ১২:৪০
অ- অ+

কখনও কখনও শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি অধিক গুরুত্বপূর্ণ। মানসিক শক্তি লুকিয়ে থাকে মনের এক অজানা রাজ্যে। কেউ কেউ নিজের মানসিক শক্তি অনুভব করতে পারেন, মূলত যারা তা পারেন, তারাই মনোরাজ্যের অধিপতি হতে পারেন। মনোরাজ্যের যারা রাজনারায়ণ হতে পারেন, সমস্ত কিছুই তারা জয় করতে পারেন।

সাধারণত সব মানুষের ভেতর লুকিয়ে থাকে মানসিক শক্তি। কারও কম, কারও বেশি। মানসিক শক্তি, প্রাণশক্তি ছাড়া মানুষ কংকালসার। এ শক্তি ক্ষেত্রবিশেষ আধ্যাত্মিকতার মতো কাজ করে। যার মধ্যে মানসিক শক্তি নেই, তার শরীর কচি লাউয়ের মতো, সামান্য নখেও অসামান্য ক্ষত হয়।

শারীরিক শক্তি না থাকলেও দুনিয়ার শক্তিমান মানুষ হওয়া যায়। স্টিফেন হকিং মানসিক শক্তিবলে অন্যতম শক্তিমান মানুষ হয়েছেন। শারীরিক অক্ষমতা নিয়েও অনেকে হিমালয় আরোহণ করেছেন। তাদের অনুপ্রেরণার উৎস মানসিক শক্তি।

অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যার ভেতরে মানসিক শক্তি বিদ্যমান, তার একটা গোপন খনি রয়েছে। ধীরে ধীরে খুঁড়ে খুঁড়ে তারা সন্ধান পান খনির। এ জন্য তাদের ভয় নেই, হারানোর শঙ্কা নেই। কারণ খনিশূন্য হলে নতুন করে খনন করেন তারা। ধীরেসুস্থে খুন্তিশাবল চালিয়ে বের করেন নতুন হীরের খনি।

এ জন্য বলি মানসিক শক্তি উপলব্ধি করুন। নিজের ওপর বিশ্বাস করুন। গভীর বেদনায় হাসতে শিখুন, তুড়ি মেরে উড়িয়ে দিতে শিখুন সব হারানোর ব্যথা। কেননা আপনি শক্তিশালী মানুষ।

লেখক: সাংবাদিক ও লেখক

ঢাকাটাইমস/১৩জুলাই/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা