দর্শকভরা মাঠে পিএসজির গোলোৎসব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ১৩:৪৪

করোনা ভাইরাসের প্রকোপ কাটিয়ে মাঠে ফিরেছে ফুটবল। গত মে মাস থেকে ইউরোপের শীর্ষ চারটি ফুটবল লিগ চলছে দর্শকশূন্য গ্যালারিতে। তবে এদিক দিয়ে ব্যতিক্রম ফরাসীরা। তারা দেরিতে মাঠে ফিরলেও, একেবারে দর্শক নিয়েই খেলা শুরু করেছে। তবে প্রতিযোগিতামূলক লিগের খেলা নয়। ফ্রান্সের সরকার কর্তৃক আয়োজিত এক প্রীতি ম্যাচে ৫ হাজার দর্শকের সামনে খেলেছেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপেরা। যেখানে প্রতিপক্ষ দ্বিতীয় বিভাগের দল লা হ্যাভরকে ৯-০ গোলে হারিয়েছে পিএসজি।

রোববার গোল বন্যার রাতে দুটি করে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি ও স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাভিয়া।

একটি করে গোল তুলেছেন আইভোরি কোস্টের মিডফিল্ডার ইদ্রিসা গানা গেয়ে, ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও স্ট্রাইকার আর্নোদ কালিমুয়েন্দোর।

‘এ ভিক্টোরি অব ফ্রেঞ্চ ফুটবল’ স্লোগানে এই ম্যাচের প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী রোক্সানা মারাসিনেনু।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে আগেই ফুটবল ফিরলেও প্রথম দেশ হিসেবে দর্শক নিয়েই মাঠে ফুটবল নিয়ে হাজির ফ্রান্স।

২৫ হাজার ধারণ ক্ষমতার লে হাভরের স্টাদি ওশেনে উপস্থিত ছিলেন পাঁচ হাজার দর্শক।

ফ্রেঞ্চ লিগ বাতিল হলেও চলতি মৌসুমে ফ্রেঞ্চ কাপ, লিগ কাপ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের খেলা বাকি রয়েছে পিএসজির।

২৪ জুলাই কোপ ডি ফ্রান্স খ্যাত ফ্রেঞ্চ কাপের ফাইনালে প্যারিসের দলটির প্রতিপক্ষ সেন্ট এঁতিয়ে। ৩১ জুলাই কোপে ডি লা লিগ তথা লিগ কাপের ফাইনালে লিঁওর বিরুদ্ধে নামবে নেইমাররা।

এদিকে আগামী ১২ আগস্ট চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ইতালিয়ান দল আটালান্টার মুখোমুখি হবে ফ্রান্সের চ্যাম্পিয়ন দলটি।

(ঢাকাটাইমস/১৩ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :