ব্যাট ও গোলাপি জার্সি নিলামে ‍তুলছেন ডু প্লেসিস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২০, ১১:১২
অ- অ+

সমাজের পিছিয়ে পড়া শিশুদের খাবারের জন্য ফান্ড তৈরি করতে এগিয়ে এলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস৷ করোনাভাইরাসের নামক অতিমহামারীতে সারা বিশ্বের আর্থিক দুর্দশার অন্ত নেয়৷ ব্যতিক্রম নয় দক্ষিণ আফ্রিকা৷

দেশের অনগ্রসর শিশুদের খাবারের জন্য নিজের প্রায় নতুন কেনা ব্যাট এবং ওয়ান ডে পিঙ্ক জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিলেন ডু প্লেসিস৷ প্রাক্তন প্রোটিয়া টিমমেট এবি ডি ভিলিয়ার্স তাকে এই কাজে নমিনেট করেছিলেন৷ অর্থাৎ প্রাক্তন জাতীয় দলের ডাকে সাড়া দিলেন ডু প্লেসিস৷ এই জার্সি ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলেছিলেন তিনি৷

শনিবার ইনস্টাগ্রামে ব্যাট ও জার্সি অকশনের তোলার কথা ঘোষণা করে ডু প্লেসিস লেখেন, ‘আপনারা সবাই জানেন যে কোভিড-১৯ খুব বাজেভাবে জন মানবের উপর ভয়াল থাবা বসিয়েছে, সাউথ আফ্রিকার মানুষও এই বাজে অভজ্ঞতার সম্মুখীন। করোনায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে আমি আমার একটি নতুন ব্যাট ও ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অডিআই ম্যাচে ব্যবহৃত একটি গোলাপি জার্সি নিলামে তুলব।’

নিলাম থেকে প্রাপ্ত অর্থ ডু প্লেসিস দেবেন হিলসং আফ্রিকা ফাউন্ডেশনে৷ এই প্রোজেক্টের মাধ্যমে ৫,০০,০০০ ব়্যান্ড তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান প্রোটিয়া ব্যাটসম্যান৷ যা দিয়ে স্থানীয় সম্প্রদায়ের দরিদ্র শিশুদের খাবারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি৷

ডু’প্লেসিস বলেন, ‘নিলাম থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে একটি প্রোজেক্টে৷ যেটি হিলসং আফ্রিকা ফাউন্ডেশনের সঙ্গে আমি তৈরি করেছি৷ এই প্রোজেক্টের লক্ষ্য হল ৫,০০,০০০ ব়্যান্ড তোলা৷ যা দিয়ে স্থানীয় সম্প্রদায়ের দরিদ্র শিশুদের খাবারের ব্যবস্থা করা হবে৷ যে কোনও অনুদানই এই শিশুদের সাহায্যে ব্যবহার করা হবে৷’

তবে এই প্রথমবার নয়, এর আগেও ডু প্লেসিস কোভিড-১৯ অতিমহামারীতে এগিয়ে এসেছে৷ প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ও তার স্ত্রী চ্যারিটি মাধ্যমে ফান্ড তুলে প্রায় ৩৫ হাজার শিশুদের খাবার ব্যবস্থা করেছেন৷

(ঢাকাটাইমস/১৯ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ
আমদানি-রপ্তানির ট্রেজারি শুল্ক-কর জমা দিতে চালু হলো ‘এ-চালান’
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ ঘন্টায় নিহত ১৮, মোট প্রাণহানি ছাড়াল ৫৭ হাজার ২৬০
রংপুরের আট জেলার সব আসনে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা