স্যামসাং এম সিরিজের নতুন ‘মনস্টার’ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০২০, ২০:৩০

স্যামসাংয়ের এম সিরিজের নতুন ফোন আসছে। এটি এম সিরিজের নতুন মনস্টার ফোন। মডেল এম৩১এস।

সেরা ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা এবং বৃহত্তম ব্যাটারির জন্য পরিচিত এম সিরিজ। দামও মোটেই বেশি নয় বরং মাঝারিই। তবে এবার আরও একধাপ উপরে উঠল এই সিরিজ। অসাধারণ ফিচার্সের মাধ্যমে জীবনের মুহূর্তগুলোকে স্মরণীয় করে তোলার সুযোগ পাবেন ইউজাররা।

স্যামসাং এর নয়া স্মার্টফোনে থাকছে #মানস্টার শট। এক ক্লিকেই মুহূর্তকে জীবন্ত করে তুলবে এই ফোন। স্টাইলিং করুন বাউন্স, রিভার্স ভিডিও, ফাস্ট ফরওয়ার্ড, স্মার্ট ক্রপের মতো ফিলটারগুলোর সাহায্যে। অর্থাৎ এক শট এবং কমপক্ষে ১০টি অপশনস শুধু আপনার জন্যই। ফটোগ্রাফি ভালোবাসলে এটাই ক্রিয়েটিভ হওয়ার সেরা সময় ও সুযোগ।

ফোনটিতে থাকছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। এর বিস্তারিত কনফিগারেশন জান যাবে শিগগিরই।

(ঢাকাটাইমস/২২জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :