জয়পুরহাটে যুবদলের ১০ ইউনিটের ঘোষণা, বাতিলের দাবি

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০২০, ২২:৩৫

জয়পুরহাটে জেলা জাতীয়তাবাদী যুবদলের ১০টি ইউনিটের নতুন আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রফেসর পাড়ায় সংবাদ সম্মেলন করেছেন যুবদলের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, জেলা যুবদলের প্রচার সম্পাদক মনজুরে মওলা পলাশ। তিনি বলেন, ৭৫ পরবর্তী রাজনৈতিক কর্মকান্ডে জাতীয়তাবাদী যুবদল একটি অগ্রগামী যুব সংগঠন। যে সংগঠন দেশের সকল রাজনৈতিক আন্দোলনের সক্রিয় জড়িত ছিল। এখনও গণতান্ত্রিক আন্দোলনসহ বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে রাজপথে লড়াইরত। আপনাদের সামনে আমরা যারা উপস্থিত তারা সবাই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। পারিপার্শিকতার কারণে ছাত্র রাজনীতি শেষে আমরা জাতীয়তাবাদী যুবদলের যোগ দেই। এখনো গণতান্ত্রিক আন্দোলনসহ সকল ক্ষেত্রে রাজপথে।

তিনি আরো বলেন, জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক গত ২২ জুলাই যুবদলের জেলার ১০ ইউনিট ঘোষণা করেন। প্রকাশিত থানা ও পৌর যুবদলের অধিকাংশ কমিটির আহবায়ক অথবা যুগ্ম আহবায়কদের সুদৃঢ় রাজনৈতিক পরিচয় বা ফেসভ্যালু নাই। অনেকেই গণতান্ত্রিক আন্দোলনসহ বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনসহ বিগত আন্দোলনে রাজপথে দেখা যায়নি। ঘোষিত কমিটিগুলো পারিবারিক সম্পত্তির মতো উপজেলাগুলো ভাগাভাগি করে নিয়েছে জেলা যুবদলের সভাপতি ওবাইদুর রহমান সুইট ও সাধারণ সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র।

সদ্য ঘোষিত পকেট কমিটি বাতিলের দাবিতে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই সাথে নতুন কমিটি ঘোষণার দাবি করছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মুকুল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ কৃষি বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ আলম, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল ওহাব।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :