মেসির ভক্ত হলেও রোনালদোকে অনুসরণ করেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০২০, ০৯:০৪

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভক্ত সাকিব আল হাসান। মেসির খেলা দেখে মুগ্ধ হন এই বাংলাদেশি তারকা। কিন্তু মাঠের বাইরে মেসির সঙ্গে নিজের মিল খুঁজে পান না সাকিব। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে নাকি নিজের ব্যক্তিত্বের মিল খুঁজে পান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলাপকালে তেমনটাই জানালেন সাকিব। সঞ্চালক সাকিবকে জিজ্ঞেস করেন আদর্শ হিসেবে মেসিকে অনুসরণ করেন কিনা। জবাবে, একটু অবাকই করলেন সাকিব, ‘হ্যাঁ, মেসিকে দেখেই প্রেরণা পাই। অবশ্য মাঠের বাইরে মেসিকে আমি অনুসরণ করি না। কারণ সে অন্তর্মুখী। সংবাদ মাধ্যমে খুব কম কথা বলে। সম্প্রতি হয়তো কথা বলছে কিছুটা। ২-৩ বছর আগেও একেবারেই কথা বলত না। রোনালদো বরাবরই মন খুলে কথা বলে।’

বিষয়টি ব্যাখ্যা করে সাকিব বলেন, ‘আমার মনে হয়, ব্যক্তিত্বের ধরনে আমি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। তবে পছন্দ করি মেসিকে। এর মানে এই নয় যে রোনালদোকে ঘৃণা করি। সেও দুর্দান্ত, অসাধারণ খেলোয়াড়। ৩৫ বছর বয়েসেও যেভাবে পারফর্ম করছে, তা দারুণ। ফুটবলারদের ৩২ বছর পরই খেলাটা কঠিন। কিন্তু তাকে দেখে মনে হয় অনায়সে আরও ৩-৪ বছর খেলতে পারে।’

খেলার মাঠে উৎসব-হতাশা কিংবা প্রতিবাদ করায় রোনালদোকে প্রায়ই আগ্রাসী দেখা যায়। এই দিকটায় নিজের সঙ্গে মিল পান সাকিব, ‘দুজনের খেলাই দেখি। মেসি মাঠে যেভাবে নিজেকে তুলে ধরে, তা পছন্দ করি। কিন্তু আমার ধরন রোনালদোর মতো বেশি। মাঠে প্রতিক্রিয়া দেখানো, স্পষ্টবাদী থাকা এসব রোনালদোর মতো। মেসিকে কিন্তু প্রতিক্রিয়া দেখাতে দেখা যায় না। আমি নিজে রোনালদোর মতো, কিন্তু পছন্দ করি মেসিকে।’

(ঢাকাটাইমস/২৫ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :