টেলিভিশনে আসছে ‘কফি আড্ডা উইথ পিয়াল’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২০, ১৬:৩৫
অ- অ+

দেশের জনপ্রিয় সব শোবিজ তারকাদের এক করে নতুন একটি শো নিয়ে হাজির হচ্ছেন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসাইন।শো'য়ের নাম ‘কফি আড্ডা উইথ পিয়াল’।

২০ মিনিট এর এ শো'তে প্রতি পর্বে দুজন করে অতিথি দেখা যাবে।সাম্প্রতি শুটিং সম্পূর্ণ হওয়া পর্বগুলোতে পিয়ালের অতিথি হয়ে এসেছেন ইমন-নিরব,এভ্রিল-জেসিয়া,সাঞ্জু জন-আচঁল,ইভান শাহরিয়ার সোহাগ-বুলবুল টুম্পা এবং আরজে নিরব ও শান্তা জাহান।

বাবলু আক্তার বাবুর পরিচালনা এবং আসিফ খানের প্রযোজনায় 'কফি আড্ডা উইথ পিয়াল' শো'টি আগস্ট থেকে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।পাশাপাশি পিয়াল হোসাইনের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে শো'টির প্রতি পর্ব।

পিয়াল হোসাইন বলেন,'শো'টির মধ্যে দিয়ে প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লেখালাম।করোনায় গৃহবন্দী অবস্থায় ব্যাপারটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিলো।শো'তে যারা অতিথি হচ্ছেন সবার কাছে আমি কৃতজ্ঞ।করোনাময় এই সময়ে তারা আমার ডাকে সাড়া দিয়েছেন।'

তিনি আরো বলেন,'কফি আড্ডা উইথ পিয়াল' শো'টি গতানুগতিক শো'গুলো থেকে ভিন্ন ধাচের।এখানে যেসব সেলেব্রেটিরা অতিথি হয়ে আসেন তারা কেউ নিজেদের কাজ নিয়ে আলাপ করেন না।ব্যক্তিগত জীবন ও নানা অভিজ্ঞতা নিয়ে কথাবার্তা বলবেন।

উল্লেখ্য, ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত পিয়াল হোসাইন এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজনাতেও নাম লিখিয়েছেন। তার প্রযোজিত ছবি স্বপ্নবাজি’।দেশের মডেলিং ইন্ডাস্ট্রির মডেলদের নানা চড়াই উৎরাই নিয়ে এগিয়েছে ছবিটির। রায়হান রাফির পরিচালনায় ছবিতে অভিনয় করছেন সিয়াম, মাহি, পিয়া জান্নাতুল, প্রিয়ন্তি উর্বী প্রমুখ।

ঢাকাটাইমস/২৬জুলাই/এলএম/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা