করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে একজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২০, ১১:৪৮| আপডেট : ২৯ জুলাই ২০২০, ১১:৫৫
অ- অ+

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।

মৃতের নাম আকবর আলী (৬০)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের আহছান আলীর ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানস কুমার জানান, মঙ্গলবার বিকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের কৃষক আকবর আলী। বুধবার ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার পরপরই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আজ পর্যন্ত মোট ২১ জন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৪৫ জন।

ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবিরাম বৃষ্টিতে পটুয়াখালী পৌর এলাকায় জলাবদ্ধতা
‘মুজিবুল হক চুন্নুই জাতীয় পার্টির বৈধ মহাসচিব’
কুষ্টিয়ায় আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন এনসিপির শীর্ষ নেতারা
সবাই স্বপদে বহাল আছেন, কাউন্সিলে সিদ্ধান্ত হবে কে থাকবেন: আনিসুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা