গৃহকর্মী নির্যাতন: স্বামীসহ শাবি শিক্ষক কারাগারে

গৃহকর্মীকে নির্যাতনের মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও তার স্বামী সোহাগকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানা পুলিশ তাদের মামলায় গ্রেপ্তার করে।
জানা যায়, কিশোরী গৃহকর্মীকে (১২) নানা অজুহাতে বেধড়ক মারপিট করে আসছিলেন অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও স্বামী সোহাগ। ক’দিন আগে লোহার জিআই পাইপ দিয়ে নির্মমভাবে তাকে মেরে বাসায় আটকে রাখা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঘরের দরজা খোলা পেয়ে ওই গৃহকর্মী বাসা থেকে পালিয়ে পাশের বাসার আরেক গৃহকর্মীর সহযোগিতায় ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে নির্যাতনের কথা জানায়।
পরে পুলিশ দ্রুত গিয়ে সিলেট আখালিয়া সুরমা আবাসিক এলাকার রেনেসা ১১ নম্বর বাসা থেকে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য সিলেট কোতোয়ালি থানায় নিয়ে আসে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পেয়ে বিকেলে অধ্যাপক সাবিনা ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। এরপর রাত ১২টার দিকে গৃহকর্মী শিশুটির বাবা আবুল কাশেম বাদী হয়ে থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নির্যাতিত গৃহকর্মীকে ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে পুলিশের ভিকটিম সার্ভিস সেন্টারে রাখা হয়েছে।
ঢাকাটাইমস/৩১জুলাই/ইএস
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

এমপিও কমিটির সভায় আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

লুকিয়ে ক্যাম্পাস ছাড়লেন বেরোবি ভিসি!

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত

উপবৃত্তির নির্ভুল তথ্য শনিবারের মধ্যেই পাঠাতে হবে

সরকারি স্কুলে ২০ জানুয়ারির মধ্যে ভর্তির নির্দেশ

ইবির প্রশাসনিক তিন পদে নতুন মুখ

পিটিআইয়ে সরাসরি প্রশিক্ষণ শুরু ১৩ ফেব্রুয়ারি

বেরোবিতে অবৈধভাবে শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

রাবি ভিসির বাসভবনে ছাত্রলীগের তালা
