নড়াইলে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তার চেক হস্তান্তর করলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ১৭:১২
অ- অ+

করোনা সংকটে নড়াইল জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। নড়াইল প্রেস ক্লাবের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০টায় এ চেক হস্তান্তর করা হয়।

নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান, কার্তিক দাসসহ স্থানীয় অন্যান্য সাংবাদিকরা।

জেলার ২৭ জন গণমাধ্যমকর্মীর মাঝে দুই লাখ ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক সাংবাদিক ১০ হাজার টাকা করে পাবেন।

মাশরাফি বিন মর্তুজা এমপি বলেন, করোনা পরিস্থিতিতে সাংবাদিকরা মাঠপর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। সাংবাদিকরা প্রকৃত তথ্য তুলে ধরার জন্য প্রশাসন, স্বাস্থ্যবিভাগসহ সংশ্লিষ্টরা করোনা মোকাবেলায় যথাযথ ভূমিকা নিচ্ছেন। দেশ ও জাতির যে কোন ক্রান্তিকালে ভবিষ্যতেও সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করবেন বলে আশা করি।

(ঢাকাটাইমস/২আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা