মিডরেঞ্জের ফোনে ৮ জিবি র‌্যাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ০৯:০২
অ- অ+

মিডরেঞ্জের নতুন ফোন আনছে ইনফিনিক্স। মডেল ইনফিনিক্স জিরো ৮। এই ফোনে ৮ জিবি র‌্যাম ও ডুয়েল সেলফি ক্যামেরা থাকবে।

৯১ মোবাইলস রিপোর্ট অনুযায়ী, ইনফিনিক্স জিরো ৮ ফোনটিকে গুগল প্লে কনসোলে ইনফিনিক্স-এক্স৬৮৭ মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৯০ প্রসেসর থাকবে। ফলে বলা যায় ফোনটি কম দামে উন্নত গেমিং অনুভব দেবে। এছাড়াও ইনফিনিক্স জিরো ৮ ফোনে থাকবে মালি জি৭৬ জিপিইউ ও ৮ জিবি র‌্যাম।

এছাড়াও এই ফোনটি আসবে ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে। যার পিক্সেল রেজুলেশন হবে ১০৬০ x ২৪৬০। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ৯০ হার্জ এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ।

নতুন ফোনটি ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে আসবে। এদিকে এই ফোনের ডিসপ্লের ডিজাইন হবে ডুয়েল পাঞ্চ হোল, যেটি ডিসপ্লের বাম দিকে কোনায় থাকবে।

এদিকে ইনফিনিক্স জিরো ৮ ফোনের ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে, ফোনের পিছনে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে। আবার ফোনের সামনে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল ডুয়েল ফ্রন্ট ক্যামেরা। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে।

(ঢাকাটাইমস/৮আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
কক্সবাজারের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক
গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকারের তদন্ত কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা