জাতীয় শোক দিবসে বিসিবির কর্মসূচি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২০, ০৮:৩৫
অ- অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজকে (১৫ আগস্ট) বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমী প্রাঙ্গনে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই বিসিবি কর্মকর্তারা এইসব কর্মসুচি পালন করবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার দুপুর দেড়টায় শুরু হবে দুস্থদের মাঝে খাদ্য বিতরণের কাজ। এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে। এতে উপস্থিত থাকবেন বোর্ড পরিচালক, খেলোয়াড় ও কর্মকর্তারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভার্চুয়াল দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল, যা ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড হিসেবে পরিচিত। বিপথগামী একদল সেনা সদস্যের সশস্ত্র হামলায় বঙ্গবন্ধু পরিবারের প্রায় সব সদস্য নিহত হন। শুধু মাত্র বিদেশে থাকার কারণে বেঁচে গেছেন তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

(ঢাকাটাইমস/১৫ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা