পিপিই খুলতেই বালতি ভর্তি ঘাম, করোনাযোদ্ধার ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২০, ০৯:৫৯| আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১০:১৯
অ- অ+

করোনা বিরুদ্ধে এই লড়াইয়ে প্রথম দিন থেকেই দিনরাত এক করে লড়ে চলেছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। অদৃশ্য ভাইরাসের সঙ্গে লড়াইয়ে তাদের ঢাল শুধুমাত্র মাস্ক আর পিপিই কিট। সেই পোশাক পরেই লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।

হালকা পোশাক পরেই গরমে ঘেমে নেয়ে যাচ্ছি আমরা। কিন্তু কখনও ভেবে দেখেছেন যারা পিপিই কিট পরে টানা ১২/১৪ ঘন্টা কাজ করে চলেছেন তাদের অবস্থা কেমন? তেমনই এক করোনাযোদ্ধার কষ্টই এখন নেটদুনিয়ায় ভাইরাল।

ওই ভিডিও দেখে রীতিমত চোখে ছলছল করছে নেটিজেনদের। ভাইরাল হওয়া ওই ভিডিওতে চীনের এক নার্সকে দেখা গিয়েছে। তিনি একটি চেয়ারে বসে রয়েছেন। ধীরে ধীরে পায়ের দিকের পিপিই স্যুট খুলছেন। আর সেই সময় তাকে দেখলে মনে হচ্ছে যেন কেউ বালতি করে তার পায়ের দিকে অনেকটা পানি ঢেলে দিয়েছে। কিন্তু না তেমন কিছুই ঘটেনি! ওই পানি আসলে তার শরীরের ঘাম। খবর ডেইলি মেইলের।

পিপিই পরে থাকার সময় শরীরে প্রচণ্ড ঘাম হয়। শরীর থেকে বেরনো ঘাম জমা হয় পোশাকের ভিতরেই। তাই পিপিইর নিচের অংশ খোলার পর বের হয়। ভিডিওটি গত ৮ আগস্ট সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। উত্তর পশ্চিম চীনের জিংজিয়াং শহরের রাজধানীতে উরমকির ওই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায়। ওই নার্সকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

ঢাকা টাইমস/১৭আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা