যশোরে আরো ৩১ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০, ১৬:২২
অ- অ+

যশোরে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টার এবং খুলনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। বুধবার জেলায় এই ফলাফল ঘোষণা করা হয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য তানভীর ইসলাম জানান, মঙ্গলবার তাদের ল্যাবে পরীক্ষিত যশোর জেলার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩০টির করোনা পজেটিভ রিপোর্ট এসেছে৷ এছাড়াও খুলনা মেডিকেল কলেজ থেকে আটটি রিপোর্টের মধ্যে একটি পজেটিভ শনাক্ত হয়েছে৷

যশোর জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, জেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে ১১৫টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয় ৩০ জন। খুলনা মেডিকেল কলেজ থেকে একটি রিপোর্ট পজেটিভ এসেছে৷ সব মিলিয়ে ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে৷

বুধবার দুপুর পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার দুই জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ জন।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই
আমাজনে কাজ করছে ১০ লাখ রোবট, মানবকর্মীদের চাকরি হারানোর শঙ্কা
গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই: দুদু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা