নদী ভাঙনে ঝুঁকিতে বরিশাল বিমানবন্দরের রানওয়ে

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৩:৫৮ | প্রকাশিত : ২৮ আগস্ট ২০২০, ১৩:৪৫

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীর আকস্মিক ভাঙনে বরিশাল বিমানবন্দরের উত্তরপ্রান্তে রানওয়ের বর্ধিতাংশের জমি ঝুঁকির মুখে পড়েছে। গত সোমবার রাতে উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের ব্লক ও বেড়িবাঁধের প্রায় ১ হাজার ফুট অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভাঙনে গৃহহীন হয়েছে ক্ষুদ্রকাঠি গ্রামের ২৩টি পরিবার।

গ্রামের বাসিন্দা হাজী আলতাফ হোসেন আকন জানান, বন্যার পানি নামতে শুরু করায় সুগন্ধা নদীতে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। সোমবার রাতে তার ৩২ শতাংশ জায়গার উপর নির্মিত বাড়িসহ প্রায় হাজার ফুট জমি নদীগর্ভে বিলীন হয়েছে। একইসঙ্গে দেবে গেছে বেড়িবাঁধ সংলগ্ন ক্ষুদ্রকাঠি-দোয়ারিকা গ্রামের সংযোগ সড়কের প্রায় ৪০০ ফুটের বেশি অংশ। ব্লকবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হওয়ায় বর্তমানে নদী থেকে বরিশাল বিমানবন্দরের উত্তরপ্রান্তে রানওয়ের বর্ধিতাংশের জমির দূরত্ব ৩০০ ফুটেরও কম। এছাড়াও বরিশাল-বাবুগঞ্জ-মুলাদী সড়কের হাওলাদার ইটভাটা পয়েন্ট থেকে নদীর দূরত্ব ১০০ ফুটেরও কম। তলিয়ে গেছে প্রায় ২৭০ একর জমির ফসল। ভাঙনের মুখে রয়েছে ক্ষুদ্রকাঠি গ্রামের আরও প্রায় শতাধিক পরিবারসহ উত্তর ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল-কারিম কেরাতুল কোরআন মাদ্রাসা, রাশেদ খান মেনন পাঠাগার, বকুলতলা বাজার, বকুলতলা ময়দান জামে মসজিদ, বেপারী বাড়ি জামে মসজিদ ও মুন্সিবাড়ি জামে মসজিদ।

উপজেলার রহমতপুর ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য সুলতান মোল্লা জানান, কয়েক বছর আগে বিমানবন্দরের জমি রক্ষায় কোটি কোটি টাকা ব্যয়ে নদীতীরে ব্লকবাঁধ নির্মাণ করা হলেও ওই বাঁধের প্রায় ৮০ শতাংশই এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। ফলে ক্ষুদ্রকাঠি-দোয়ারিকা সড়কটিও দ্রুত ভেঙে গিয়ে বিছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে নদীর ভাঙন পয়েন্ট থেকে বিমানবন্দরের দূরত্ব খুবই কম। তাই ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে বিপর্যয়ের মুখে পড়বে হাজার কোটি টাকার বরিশাল বিমানবন্দর ও প্রস্তাবিত নতুন বিমানঘাঁটি।

এ বিষয়ে বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী বলেন, ‘বিমানবন্দর রানওয়ের উত্তরপ্রান্তের বর্ধিতাংশের সন্নিকটে সুগন্ধা নদীর অবস্থান। ভাঙন আগ্রাসী রূপ ধারণ করলে বরিশাল বিমানবন্দরের জন্য সেটা অবশ্যই বিপদের কারণ হবে। তাছাড়া সম্প্রতি বরিশাল বিমানবন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত নতুন বিমানঘাঁটির জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। তাই নদীভাঙন প্রতিরোধে দ্রুত সেখানে স্থায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।’

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীনুল ইসলাম ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে জানান, ক্ষুদ্রকাঠি গ্রামের নদীভাঙনে বিলীন হওয়া বসতবাড়ি এবং ভূমির তথ্যসহ বিস্তারিত প্রতিবেদন দিতে ইউনিয়ন পরিষদ ও ভূমি কার‌্যালয়কে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এখনই জরুরি খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি যারা সম্পূর্ণ ভূমিহীন তাদের স্থায়ী পুনর্বাসনের জন্য খাস জমি বরাদ্দ এবং যাদের কমপক্ষে আড়াই শতাংশ জমি আছে তাদের নতুন বসতঘর প্রদানের জন্য জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, ‘নদী যে গতিতে ভাঙছে তাতে বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না। তাই ভাঙন রোধে এখনই স্থায়ী সমাধান করা দরকার। আপাতত ভাঙন পয়েন্টে জিও ব্যাগ এবং ব্লক ফেলে প্রতিরোধের পাশাপাশি চর কেটে পরিকল্পিতভাবে ড্রেজিংয়ের মাধ্যমে স্থায়ী নদী শাসন করতে হবে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলবো।’

এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক দেলওয়ার হোসেন বলেন, ‘কিছুদিন আগে বাবুগঞ্জের ছোট মীরগঞ্জ এলাকার নদীভাঙন পরিদর্শন করেছি। জিও ব্যাগ কিংবা ব্লক দিয়ে নদীভাঙন রোধের সাময়িক চেষ্টা করা হয় তখন। তবে স্থায়ী প্রতিরোধের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগের মাধ্যমে নদী শাসন ও গতিপথ নিয়ন্ত্রণ করা। এ বিষয়ে বরিশাল বিভাগের প্রধান প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলীকে সরজমিন পরিদর্শন করে সমন্বিত একটি প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদনটি পেলে পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে আলোচনা করা হবে।’

(ঢাকাটাইমস/২৮আগস্ট/পিএল))

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :