শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাইয়ের ‘আত্মহত্যা’

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২০, ১৬:০৫| আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৬:০৭
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবিতে জিল্লুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মাকুল গ্রামে নিহতের শ্বশুরবাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

শ্বশুরবাড়ির লোকজনের দাবি, বেড়াতে এসে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হওয়ায় ঘরের দরজার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন জিল্লুর রহমান।

প্রতিবেশীরা জানায়, ৪ বছর আগে উপজেলার মাকুল গ্রামের শাহ আলমের মেয়ে আঙ্গুরী বেগমের সঙ্গে বিয়ে হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার নইমুদ্দিনের ছেলে জিল্লুর রহমানের। বিয়ের কিছুদিন পর থেকে তাদের সম্পর্কে অবনতি হয়। গত বৃহস্পতিবার বিকেলে জিল্লুর রহমান বগুড়ার শিবগঞ্জ থেকে শ্বশুরবাড়ি পাঁচবিবির মাকুল গ্রামে আসে। পরদিন সকালে ঘরের দরজার সঙ্গে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায় তাকে। পরে দরজা ভেঙ্গে তার লাশ বের করে পুলিশ।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ওই যুবকের লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

(ঢাকাটােইমস/২৮আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন মারিয়া মিম
জবিতে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু ২২ জুন
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা