গৃহবধূকে জিম্মি করে ধর্ষণের হুমকি, স্বর্ণালঙ্কার লুট

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১৯:৫২| আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৯:৫৫
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে প্রবাসী স্ত্রীর গলায় ছুরি ধরে হত্যা ও ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল স্বর্ণালঙ্কার, নগদ টাকা মুঠোফোন লুট করে নিয়ে যায়। এর আগে এক মাসের মধ্যে আরও তিনটি দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার চর ৩নং ওয়ার্ডে চৌধুরী ডাক্তারের বাড়ির দুবাই প্রবাসী মিন্টু মিয়ার ঘরে এই ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, রাত ৩টার দিকে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল চৌধুরী ডাক্তারের বাড়ির দুবাই প্রবাসী মিন্টু মিয়ার বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে থাকা আরমান হোসেন (১৬) ও তার মার হাত পা বেঁধে ও তার গলায় ছুরি ধরে ডাকাতি করে। এসময় ডাকাত দল তার মাকে চিৎকার দিলে শ্লীলতাহানি ও তার ভাইকে গলা কেটে হত্যার হুমকি দেয়। এরপর ডাকাত দল ঘরের স্টিলের আলমারি ভেঙে স্বর্ণাঙ্কার ও নগদ টাকা এবং দুটি বিদেশি মোবাইল ফোন নিয়ে যায়। ৪-৫ দিন পর তারা আবারও এই বাড়িতে আসার হুমকি দিয়ে যায় ডাকাত দল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রবাসীর বাড়িতে ডাকাতি নয়- একটি চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ 
আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান 
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির, চাকরির প্রতিশ্রুতি
তারেক রহমানের নির্দেশনায় জাবিতে শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা