রিজার্ভ ৪০ বিলিয়ন ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:২২
অ- অ+

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ছুঁই ছুঁই। ইতিমধ্যে ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ৩৯ দশমিক ৪০ বিলিয়ন বা ৩ হাজার ৯৪০ কোটি ডলার দাঁড়ায়। বাংলাদেশি মুদ্রায় (ডলার ৮৪ টাকা ধরে) এর পরিমাণ ৩ লাখ ৩১ হাজার কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের ২৭ দিনে ১৭২ কোটি ৫৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, গত বছরের আগস্টের চেয়ে ২৮ কোটি ১১ লাখ ডলারের বেশি।

এর আগে চলতি বছরের জুলাইয়ে প্রবাসীরা একক মাস হিসাবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যার পরিমাণ ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার। তার আগের রেকর্ড ছিল চলতি বছরের জুনে- ১৮৩ কোটি ৩০ লাখ ডলার।

প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় ধরে এই রিজার্ভ দিয়ে সাড়ে ৯ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

গত অর্থবছর রেমিট্যান্সের ওপর ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করে সরকার। এরপর থেকেই বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো বাড়তে থাকে। চলতি অর্থবছরও এই প্রণোদনা বহাল আছে।

গত ২০১৯-২০ অর্থবছরে দেশে মোট ১ হাজার ৮২০ কোটি ৪৯ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে আসে। এর আগের ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৬৪২ কোটি ডলার।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সবাই গোপালগঞ্জে আসুন, বাঁচলে মুজিববাদের কবর রচনা করে ফিরব: সারজিস
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করবে এনসিপি
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা ন্যক্কারজনক: বিএনপির মহাসচিবের উদ্বেগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা