২২ বছর আগের মরদেহ অক্ষত!

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৮
অ- অ+

২২ বছর আগে মৃত্যুবরণ করা এক ব্যক্তির মরদেহ অক্ষত রয়েছে এমন চাঞ্চল্যকর কথা সামাজিক মাধ্যমে জানতে পেয়ে এলাকাবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার চরকাঠি গ্রামে এমন চাঞ্চল্যকর খবর জানা গেছে। এরপর মুহূর্তেই কৌতহল প্রিয় মানুষ মৃত মুজাফফর আলী হাওলাদারের (৬৫) লাশ এক পলক দেখতে ছুটে যায় ওই গ্রামে।

স্থানীয় ও স্বজনরা জানায়, গ্রামটি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হলে ২২ বছর আগে মারা যাওয়া মুজাফফর আলী হাওলাদারের স্বজনরা তার কবর স্থানান্তরের উদ্যোগ নেয়। এ সময় মুজাফফর কবর খনন করলে দেখা যায়, মৃত ব্যক্তির কাপড় ও মৃতদেহ অক্ষত রয়েছে। পরে স্বজনরা বাড়িতে নিয়ে এলে লাশের চামড়াগুলো শুধু হারের সঙ্গে মিশে রয়েছে বলে দেখতে পায়। এ খবর মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই বাড়িতে লোকজন ভিড় জমাতে থাকে। এক পলক দেখার জন্য দূর-দূরান্ত থেকেও ওই বাড়িতে লোকজন আসতে শুরু করে। পরে মঙ্গলবার আসরবাদ জানাজা শেষে আবার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

(ঢাকা টাইমস/১ সেপ্টেম্বর/এএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ 
রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবনঘ‌নিষ্ঠ ক‌বি ছি‌লেন: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা