সমুদ্রতীরে অদ্ভুত দর্শন প্রাণীর সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:২৪
অ- অ+

সমুদ্রে তীরে বেড়াতে গিয়েছিলেন এক দম্পতি। হঠা ৎ তাঁরা দেখলেন বিশাল গাছের গুঁড়ির মতো কিছু একটা পড়ে রয়েছে সমুদ্র তটে। একটু কাছে যেতেই বুঝতে পারেন, গাছের গুঁড়ির মতো ওই বস্তুটিকে আপাদমস্তক ঘিরে রয়েছে খোঁচা খোঁচা দাঁতের মতো আঁশে ভরা সজীব কোনও প্রাণী। দেখে মনে হতে পারে সহস্র দাঁত যেন কিলবিল করছে সারা গায়ে। আরও কিছুটা সামনে গেলে এগুলোকে পতঙ্গভুক ফুলের মতো দেখতে লাগে।

এই অদ্ভূত দর্শন প্রাণীটির ছবি আর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই দম্পতি। বাড়ি ফিরে ইন্টারনেটে অনুসন্ধান চালিয়ে তারা জানতে পারেন, এগুলো আসলে দুর্লভ প্রজাতির সামুদ্রিক প্রাণী। এগুলোর নাম গুজনেক বার্নাক্যাল।

জানা গিয়েছে, ব্রিটেনের নর্থ ওয়েলসের কারনার্ফোন সমুদ্র সৈকতে এই প্রাণীর দেখা মিলেছে। গুজনেক বার্নাক্যাল-এর ছবি আর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মার্টিন গ্রিণ নামে এক ব্যক্তি।

ইন্টারনেটে অনেকেই এই প্রাণীর ছবি দেখে আঁতকে উঠেছেন। কারণ, পর্তুগাল এবং স্পেনের বেশ কিছু অঞ্চলে গুজনেক বার্নাক্যালের দেখা মেলে। ওই সব অঞ্চলে এগুলো উপাদেয় খাবার হিসেবে বিক্রি হয়। এগুলোর দামও অনেক। জানা গিয়েছে, এক একটি বার্নাক্যালের দাম প্রায় ২৫ পাউন্ড।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
কমিউনিটি ব্যাংক-অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপের সঙ্গে চুক্তি 
ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যবসায়ীর কাছে যুবদল নেতার চাঁদা দাবি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা