গাজীপুর মহানগর ছাত্রলীগের বৃক্ষরোপণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৪

‘মুজিবর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’; ‘মুজিব শতবর্ষের অঙ্গিকার, দেশ হবে সবুজের সমাহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগর ছাত্রলীগ।

মঙ্গলবার দিনব্যাপী গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মাহমুদ আল মুক্তাদীর মৃদুলের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূচি পালন করেন। এ সময় মহানগর ছাত্রলীগের নেতারাসহ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচারে্যর নির্দেশনায় মহানগর ছাত্রলীগের কর্মীরা নগরীর বিভিন্ন ওয়ার্ডে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির গাছ রোপণ করেন।

এ সময় মাহমুদ আল মুক্তাদীর মৃদুল বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রকৃতির সঙ্গে এক নিবিড় বন্ধন রয়েছে। আর প্রকৃতির প্রতি তার অদ্ভুত মায়া আছে বলেই প্রকৃতিকে চিরসবুজ রাখার এক কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। আমাদের মমতাময়ী নেত্রী আগামী প্রজন্মের কথা চিন্তা করেন। এজন্যই এরকম সঠিক পদক্ষেপ নিয়েছেন। কারণ আগামীর প্রজন্মকে সুরক্ষিত জীবনযাপনের সুযোগ করে দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই।’

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় পর্যায়ক্রমে গাজীপুর মহানগরের আটটি থানাতেই ছাত্রলীগের এই বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন হবে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :