ট্রেনের শতভাগ টিকিট বিক্রি আজ থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:১১
অ- অ+

আজ বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর মধ্যে অর্ধেক টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে।

গতকাল রেল মন্ত্রণালয়ের তথ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

করোনা মহামারি পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গত ৩১ মে থেকে ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। এসব আসনের টিকিট করা হতো অনলাইনে। গত ১২ সেপ্টেম্বর থেকে এর অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশের অর্ধেক কাউন্টারে বিক্রি করা হচ্ছে, বাকি অর্ধেক অনলাইনে।

আজ থেকে ট্রেনের সব আসনের অর্থাৎ শত ভাগ টিকিট বিক্রি করা হবে। তবে আসনের অতিরিক্ত অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে না।

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। ৬৬ দিন পর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন দিয়ে আবার রেল যোগাযোগ চালু হয়। পরে কয়েক দফায় আরও বেশ কিছু ট্রেন চালুর মধ্য দিয়ে প্রায় স্বাভাবিক হয়ে এসেছে ট্রেন চলাচল।

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
এখন বিদ্যুৎ বিল দেয়া যাচ্ছে বিকাশ মার্চেন্ট পয়েন্ট থেকেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা