মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৩
অ- অ+

নওগাঁর মান্দা উপজেলার বড়বেলালদহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি নুর মোহাম্মদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য দেন ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম, ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম, শিক্ষক আব্দুল আলিম প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাস্তবায়ন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁর তত্ত্বাবধানে তিন কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বড়বেলালদহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাধবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা